প্রকাশিত: Thu, Mar 16, 2023 5:11 PM
আপডেট: Tue, Apr 29, 2025 7:09 PM

নারী ফুটবল দলে খেলবেন বাংলাদেশি বংশোদ্ভূত সুইডেনের আনিকা সিদ্দিক

সাঈদুর রহমান: বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানি ছোট্টন। তিনি বলেন, আনিকা সুইডেনের স্থানীয় লিগে খেলেন। পড়াশোনার ফাকে ছুটি পেলেই বাংলাদেশে এসে আমাদের সঙ্গে যোগ দিবেন। এছাড়াও বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ গুলোতে তিনি অংশ নিবেন। 

কোন ট্রায়ালের মধ্যদিয়ে তাকে নারী জাতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে সংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হেড কোচ বলেন, সে একজন ভালো মানের উইঙ্গার। তার খেলার ভিডিও গুলো দেখলেই বুঝতে পারবেন। তার ম্যাচের ভিডিও গুলোর উপর ভিত্তি করে তাকে দলে সুযোগ দেওয়া হচ্ছে।

আনিকা চলতি মাসের শুরুতে সুইডিশ কাপে স্থানীয় শীর্ষ ক্লাব আইএফ ব্রোমাপোজকর্ণের সিনিয়র দলে খেলার সুযোগ পেয়েছেন। লিগটি ইউরোপের শীর্ষে লিগ গুলোর মধ্যে একটি। কোচ ছোটন আরো বলেন, এপ্রিলের প্রথম সপ্তাহে মিয়ানমারে শুরু হতে যাওয়া অলিম্পিক ২০২৪ এশিয়ান কোয়ালিফায়ারের জন্য আনিকা জাতীয় দলে থাকতে পারে। সম্পাদনা: এল আর বাদলী